কালের স্বাক্ষী বহনকারী মেঘনার তীরে গড়ে উঠা নোয়াখালী জেলার বেগুমগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গোপালপুর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ গোপালপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা,মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং গোপালপুর ইউনিয়ন ।
খ) আয়তন –৪,১৩৭ একর (২০.৭৬বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৫৮,৫০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ৬ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সকল প্রকার যানবহন।
জ) শিক্ষার হার – ৬৮%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২১টি।
কেজি স্কুল - ৬ টি।
উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি।
ফাজিল মাদ্রাসা- ১টি।
দাখিল মাদ্রাসা- ২ টি ।
কাওমী মাদ্রাসা- ১ টি।
হাফেজী মাদ্রাসা- ১০ টি ।
নুরানী মাদ্রাসা - ১৯ টি।
ফোরকানিয়া মাদ্রাসা - ৪৭ টি ।
ঝ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান
মসজিদ - ৬৬ টি ।
মন্দির - ০৯ টি ।
দরগাহ - ০৩ টি ।
মাজার - ০৬ টি।
ঞ)ডাকঘর - ০৩ টি ।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০৩ টি ।
ঠ) গ্রাম সমূহের নাম –
১। চাঁদকাশিমপুর ২। কোটরামহব্বতপুর ৩। রেজ্জাকপুর
৪। তুলাচারা ৫। বেতুয়াবাগ ৬। মধুপুর।
৭। মির্জানগর ৮। মহবুল্লাপুর ৯। দেবকালা
১০। রামনাথপুর ১১। সিরাজউদ্দিনপুর ১২। আটিয়াকান্দি
১৩। কালিকাপুর ১৪। বসন্তবাগ ১৫।রসুলপুর
১৬। তিতাহাজরা
ড) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য
চেয়ারম্যান - ১ জন ।
মোট সদস্য -১২ জন ।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদেক্তা - ২ জন ।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS